![গণপরিবহনে চলাফেরা সময় এসব বিষয় মেনে চলুন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/l-s-2_132287.jpg)
ঢাকা, ২৭ মার্চ, এবিনিউজ : দৈনন্দিন কাজে প্রায়ই সবাইকে গণপরিবহনে চলাফেরা করতে হয়। এ সময় কিছু বিষয় মেনে চলা উচিত। যেমন-
* কোনোভাবেই বাস বা মিনিবাসের যাত্রী চলাচলের পথে বসা যাবে না।
* বাস বা মিনিবাসের ফুটবোর্ডে না দাঁড়িয়ে ভেতরের খালি জায়গায় দাঁড়ানো উচিত।
* সিট না পেলে অন্যের সিটে হেলান দিয়ে দাঁড়ানো ঠিক নয়।
* বাসে উঠে অনেকেই গান শোনেন। এটি করা যেতেই পারে তবে তা হতে হবে হেডফোনে। লাউড স্পিকারে গান শোনা অন্য যাত্রীদের বিরক্তির কারণ হয়ে থাকে।
* অনেকে স্বল্প যাত্রার ভ্রমণে উঠেও বাদাম বা পপকর্ন খেতে শুরু করেন। এটি অসৌজন্যমূলক আচরণ।
* ভিড় বাসে অনেককেই দাঁড়িয়ে থাকতে হয়। অফিসযাত্রী অনেক নারী-পুরুষই দাঁড়িয়ে যান। ভিড় বেশি হলে কখনো গায়ের সঙ্গে গা লেগে যায়। তবে কখনোই কারো গায়ে ভর দিয়ে দাঁড়ানো ঠিক নয়।
* গণপরিবহনে নানা ধরনের মানুষ ওঠে। এদের মধ্যে অনেকেই থাকতে পারে যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে যেতে সক্ষম নয়। তাদের মধ্যে থাকতে পারে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, নারী বা বেশ ভারী কিছু বহন করছেন—এমন কেউ। এমন পরিস্থিতিতে নিজের সিট ছেড়ে দিতে পারেন।
* অনেকেই দাঁড়িয়ে থেকে বা পাশের সিট থেকে অন্যের ফোনে উঁকি দেন। এটি চরম অভদ্রতা।
* কোনো স্টপেজে বাস থামলে যাত্রীদের আগে নামার সুযোগ করে দেওয়া উচিত।
* পাবলিক বাসে চলাফেরার সময় ফোনে জোরে কথা বলা একদমই উচিত নয়।
এবিএন/সাদিক/জসিম/এসএ