![বিক্রির পর ২ ঘণ্টার নোটিশে সিঙ্গাপুরে উবারের কর্মী ছাঁটাই](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/uber-singapore_132389.jpg)
ঢাকা, ২৭ মার্চ, এবিনিউজ : সিঙ্গাপুরসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় প্রতিটি দেশেই উবার তাদের শেয়ার বিক্রি করে দিচ্ছে স্থানীয় রাইড শেয়ারিং কোম্পানির কাছে। তবে সিঙ্গাপুরে বিক্রির দিনই দুই ঘণ্টার নোটিশে একশো কর্মী ছাঁটাইয়ের গুরুতর অভিযোগ উঠলো কোম্পানিটির বিরুদ্ধে।
নিউ স্ট্রেইট টাইমস জানায়, সোমবার সকালেই সিঙ্গাপুরের একশো কর্মচারীকে সবকিছু প্যাক করে ২ ঘণ্টার মধ্যে অফিস ছাড়তে বলা হয়। ততক্ষণে গ্র্যাবের সঙ্গে মিলে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছিল উবারের। পরে গ্র্যাব কর্তৃপক্ষ বলেছে, এই কর্মচারীদের ছুটি দেওয়া হয়েছে।
গ্র্যাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা উবারের কর্মীদের জন্য গ্র্যাবে উপযুক্ত কর্মস্থল তৈরি করছেন।
গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গ্র্যাব কর্তৃপক্ষের বক্তব্য, আমরা উবারের পাঁচ শতাধিক কর্মীর সঙ্গে কথা বলে তাদের জন্যে গ্র্যাবে উপযুক্ত জায়গা তৈরির চেষ্টা করবো। এই সময়ের মধ্যে উবারের সব কর্মীই বেতন পাবেন। এটা সত্যি, উবারের কর্মীদের জন্য একটি দুঃখের দিন। আমরা বিশ্বাস করি উবারের কর্মীরা গ্র্যাবে ভালো সময় কাটাবেন।
গত সোমবার সকালেই দু’টি কোম্পানির পক্ষ থেকে উবারের একীভূত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। উবারের একজন টেলিসেলস স্পেশালিস্ট সাংবাদিকদের জানান, উবারের কর্মীদের দুপুর সাড়ে ১২টার মধ্যে সবকিছু গুছিয়ে তানজং পাজারের ম্যাপল ট্রি আনসনের অফিস ছাড়তে নোটিশ দেওয়া হয়।
তিনি বলেন, আমাদের সভারুমে ডেকে এই বিক্রি হয়ে যাওয়ার ঘোষণাটি হঠাৎ করেই দেওয়া হয়। এর আগে আমাদের কিছু জানানো হয়নি এবং ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও কিছু বলা হয়নি।
এরই মধ্যে টুইটার ও ইন্সটাগ্রামে উবারের কর্মীদের তাড়াহুড়ো করে জিনিসপত্র গোছানোর ছবি ভেসে বেড়াচ্ছে।
এদিকে ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের অ্যাসিসট্যান্ট ডাইরেক্টর জেনারেল আং হিন কি বলেছেন, উবারের সঙ্গে কোনোভাবেই আমরা যোগাযোগ করতে পারছি না।
এবিএন/জনি/জসিম/জেডি