বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • ফেইসবুক থেকে
  • একদিন বাংলার রন্ধে রন্ধে স্বাধীনতার চেতানাধারীরা হুঙ্কার দেবে...

একদিন বাংলার রন্ধে রন্ধে স্বাধীনতার চেতানাধারীরা হুঙ্কার দেবে...

একদিন বাংলার রন্ধে রন্ধে স্বাধীনতার চেতানাধারীরা হুঙ্কার দেবে...

একদিন বাংলার রন্ধে রন্ধে স্বাধীনতার চেতানাধারীরা হুঙ্কার দেবে। রাজাকারের সন্তানরা মুখে তুলবে জয় বাংলা, আলবদরের সাগরেদরা গাইবে স্বাধীনতার গান। "স্বাধীনতা দিবস' উদযাপনে মুক্তিযুদ্ধ বিরোধীরা রাস্তায় করবে র্যালী। আসল নকল মুক্তিযোদ্ধা নিয়ে চলবে দরকষাকষি। সবই হচ্ছে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর আগে। তখন একাত্তরে বুলেটে পা হারানো কিংবা বেঁচে থাকা বীরঙ্গনাদের চোখের সামনে রাজাকারের জয়ল্লাসে ঝরবে জল। সন্তান হারানো সত্তোর বয়সী মায়ের বুকে বাঁধবে শীল। স্বাধীনতা বুঝি এমনই হয়?

সাত চল্লিশে এসে বহু চেতনার বাঙালিরা বুঝি একাকার হয়ে গেল? এটা হলে দোষের কিছু নয় বুঝি?

কিন্তু না স্বাধীনতার বিরোধীরা যখন মুক্তিযুদ্ধের চেতনার সুগন্ধি খুশবু নিয়ে মম হোন তখন শঙ্কা লাগে স্বাধীনতা বুঝি এখন যোজন যোজন দূরত্বে হাতছানি দিচ্ছে। রক্তে কেনা একখন্ড সোনার বাংলা মুক্তিযুদ্ধের সংকর চেতনাধারীদের খপ্পরে যাচ্ছে। একাত্তের চেতনায় যখন ব্যবসাবৃত্তি দৃশ্যমান তখন বলতে দ্বিধা নেই "স্বাধীনতা" তুমি সাত চল্লিশে এসেও বাঙালিদের মানুষ করতে পারোনি। সোনার বাংলায় এখন হায়েনা শকুনরা কিলবিল করছে। মুখোশের আবডালে ফণী তুলে ছোবলের অপেক্ষায় তারা!! সব ছাপিয়ে স্বাধীনতা সবাইকে মুক্তচেতনার অধিকার দিক এই কামনা করি।।।

নাদিম মাহমুদ’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত