![গারো মা-মেয়ে হত্যা মামলা: দুই আসামির জবানবন্দি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/garo_murder-case_132419.jpg)
ঢাকা, ২৭ মার্চ, এবিনিউজ : রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে গারো মা-মেয়ে হত্যা মামলায় দুই আসামি দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরা হলেন- প্রবীণ সাংমা ও শুভ চিসিম। তিন দিনের রিমান্ড চলাকালীন গত রবিবার আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তাদের আদালতে হাজির করে তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক (নিরস্ত্র) মো. সালাউদ্দিন মিয়া।
আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী আসামি প্রবীণ সাংমার এবং আরেক মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী আসামি শুভ চিসিমের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার সংশ্লিষ্ট থানার আদালতের নিবন্ধন কর্মকর্তা এসআই মো. রকিব এ তথ্য জানিয়েছেন।
গত ২৩ মার্চ এ দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে এ মামলায় সঞ্জীব চিরান ও রাজু সাংমা নামে দুই আসামি ২৩ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত ২০ মার্চ সন্ধ্যায় কালাচাঁদপুরে বাসা থেকে গারো সম্প্রদায়ের বেসেত চিরান (৬৫) ও তার মেয়ে সুজাত চিরানের (৪০) লাশ উদ্ধার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ জানায়, তাদের একজনকে কুপিয়ে এবং অন্যজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পারিবারিক বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে।
ওই ঘটনায় সুজাতার স্বামী আশিষ মানখিন বুধবার গুলশান থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সুজাতার বোনের ছেলে সঞ্জীব এবং তার তিন বন্ধুকে আসামি করা হয়।
এবিএন/জনি/জসিম/জেডি