শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নারকেল পোস্ত মুরগি (রেসিপি)

নারকেল পোস্ত মুরগি (রেসিপি)

ঢাকা, ২৭ মার্চ, এবিনিউজ : রান্না করতে ভালোবাসেন? তাহলে তো কথাই নেই৷ আর যারা ভালোবাসেন না তারাও কিন্তু অবশ্যই চেষ্টা করতে পারেন এই ‘নারকেল পোস্ত মুরগি’ রেসিপিটি৷ চটজলদি চিকেনের আইটেম তৈরি করতে হলে এর জুড়ি মেলা ভার৷ প্রথমেই দেখে নিন কি কি লাগবে এই পদটি রান্না করতে…

উপকরণ:

মুরগি – ৫০০ গ্রাম

নারকেলের দুধ – ২ কাপ

পেঁয়াজ – ২টি কুচানো

আদা বাটা – ৩ চা চামচ

রসুন – ৫/৬ কোয়া

পোস্ত- ২ চা চামচ

সরষে – ১/২ চা চামচ

মেথি – ১০/১২ দানা

হলুদ গুঁড়া- ১/২ চা চামচ

জিরে গুঁড়া- ১/২ চা চামচ

মরিচ গুঁড়া – ১/২ চা চামচ

ভিনিগার – ১ টেবিল চামচ

ঘি – দেড় চামচ

লবন – পরিমাণ মতো

চিনি- পরিমাণ মতো

কিভাবে তৈরি করবেন:

প্রথমেই মুরগির মাংস ছোট ছোট করে কেটে লবন দিয়ে সিদ্ধ করে নিন৷

একটি কড়াইয়ে ঘি গরম করুন৷ এতে পেঁয়াজ বাদামি করে ভেজে তাতে বাটা এবং গুঁড়া মশলা দিয়ে কষাতে হবে

একটু একটু করে তাতে পানি দিন৷ এতে মুরগির সিদ্ধ করা মাংস দিয়ে ফের ভালো করে কষাতে হবে৷ এতে নারকেলের দুধ ২ কাপ যোগ করে নাড়ুন৷ যখন ভালো করে রান্না হয়ে আসবে, তখন ভিনিগার একটু যুক্ত করুন

ব্যাস, তৈরি আপনার ‘নারকেল পোস্ত মুরগি’৷

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত