বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

যেভাবে জুতার যত্ন নেবেন

যেভাবে জুতার যত্ন নেবেন

ঢাকা, ২৮ মার্চ, এবিনিউজ : জুতাকে সুন্দর ও দীর্ঘস্থায়ী করার জন্য পানি প্রতিরোধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ জন্য সবচেয়ে ভালো উপায় হলো মোম পলিশ করা। জুতা ভালোভাবে পরিষ্কার করে এর ওপর মোমবাতি ঘষে সামান্য রোদে রাখতে হবে।

কাপড়ের জুতা : কাপড়ের জুতা পরিষ্কারের জন্য তা টুথব্রাশ দিয়ে ঘষতে পারেন। এ জন্য বেকিং সোডার সঙ্গে হাইড্রোজেন পার-অক্সাইড ও পানি মিশিয়ে ব্যবহার করতে হবে।

রাবারের জুতা : যেসব জুতায় রাবার আছে, সেগুলোর দাগ পরিষ্কারের জন্য রাবারই সবচেয়ে ভালো। এ জন্য আগে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে। এর পর একটি ইরেজার দিয়ে দাগগুলো ভালোভাবে ঘষতে হবে।

চামড়ার জুতা : চামড়ার জুতা নিয়মিত পরিচর্যা করলে দীর্ঘদিন ভালো থাকে। এ জন্য বাজারে রং ও পলিশ পাওয়া যায়। এ ছাড়া চামড়ার জুতা ফ্যাকাশে হয়ে গেলে তাতে সমান পরিমাণ ভিনেগার ও পানির মিশ্রণ ব্যবহার করা যায়। এ মিশ্রণ জুতার ওপর স্প্রে করে ঘষতে হবে।

দুর্গন্ধ রুখতে : জুতার ভেতর যদি দুর্গন্ধ হয়, তাহলে এর ভেতর একটি টি-ব্যাগ রেখে দিতে হবে। এতে গন্ধ দূর হবে।

সংরক্ষণ : জুতা বাসায় সংরক্ষণ করতে গেলে প্রায়ই সঠিক আকৃতি থাকে না। সে জন্য এতে বেশি করে পুরনো কাগজ ঢুকিয়ে রাখতে হবে। তাতে আকৃতি নষ্ট হয় না। এ ছাড়া ভেতরে শুষ্ক কাগজ দিয়ে পলিথিনের ভেতর বেঁধে দীর্ঘদিন রাখা যায়।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত