![আদালতে নেওয়া হচ্ছে না খালেদা জিয়াকে](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/28/khalada-zia-1_132521.jpg)
ঢাকা, ২৮ মার্চ, এবিনিউজ : অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির করা হচ্ছে না। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ মিয়া এ তথ্য জানিয়েছেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থিতের দিন ধার্য ছিল আজ বুধবার। এ জন্য তাকে আদালতে হাজির করার নির্দেশ ছিল। তাকে আদালতে হাজির করতে কারাগারে প্রোডাকশন ওয়ারেন্টও পাঠানো হয়েছিল।
গত ১৩ মার্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২৮ মার্চ কারাগার থেকে বিশেষ আদালতে হাজিরের নির্দেশ দিয়েছিলেন বকশী বাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ ৫ নম্বর আদালতের বিচারক ড. আক্তারুজ্জামান।
খালেদা জিয়ার আরেক আইনজীবী সানাউল্লাহ মিয়া এর আগে বলেন, ‘খালেদা জিয়াকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট কারাগারে পাঠানো হয়েছে। সেক্ষেত্রে কারা কর্তৃপক্ষ জানে খালেদা জিয়াকে হাজির করবে কিনা। আজকে যুক্তি উপস্থাপন জন্য দিন ধার্য আছে তাই যুক্তি উপস্থাপন জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি।’
এদিকে কুমিল্লায় নাশকতা মামলায় খালেদা জিয়াকে আদালতের হাজিরের কথা রয়েছে। গত ১২ মার্চ কুমিল্লার ৫ নম্বর আমলী আদালতের দায়িতপ্রাপ্ত বিচারক মো. মুস্তাইন বিল্লাহ ২৮ মার্চ খালেদাকে হাজির করতে আদেশ দেন।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রাম উপজেলায় হরতাল-অবরোধের সময় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা মারলে ৮ জনের মৃত্যু হয়। এ অভিযোগে দায়ের করা মামলায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বিএনপি-জামায়াতের ৫৬ জনের নাম উল্লেখ করে, আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি দেখিয়ে মামলা করেন।
এবিএন/সাদিক/জসিম