![দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে...](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/29/l-s-4_132620.jpg)
ঢাকা, ২৯ মার্চ, এবিনিউজ : দাম্পত্য জীবনে সুখ খুবই জরুরি বিষয়। এর অভাব জীবনকে বিষিয়ে তুলতে পারে। জেনে নিন সুখী দাম্পত্যের কয়েকটি উপায় নিয়ে টিপস।
একে অন্যকে সমর্থন : এটি চমৎকার একটি মানবিক অভ্যাস। এ অভ্যাসটি যদি স্বামী ও স্ত্রীর মধ্যে গড়ে তোলা যায়, সেটি হবে সুখী ও সমৃদ্ধ দাম্পত্যের অন্যতম প্রেরণা। যে কোনো ভালো কাজে একে অন্যকে সমর্থন দেওয়া উচিত। সহায়তার পাশাপাশি প্রেরণা দেওয়া ভালো। এতে দাম্পত্য আনন্দময় হয়।
ভালোবাসা বিনিময় : দাম্পত্যের অন্যতম শর্ত ভালোবাসা ও বিশ্বাস। এটা খুব জরুরি বিষয়। ভালোবাসা বিনিময় যত বাড়বে দাম্পত্যে তত সুখময় হয়ে উঠবে। খেয়াল রাখা ভালো, যাতে একে অন্যের প্রতি ভালোবাসার ঘাটতি না পড়ে। ভালোবাসা সঞ্জীবনী সুধার মতো, মৃতপ্রায় দাম্পত্যকেও পুনরুজ্জীবিত করে।
একে অন্যের পরিপূরক : মনে রাখা দরকার, সব কাজ সবার দ্বারা হয় না বা সবাই সব কিছু পারেও না। তাই কাজগুলো সামর্থ্য অনুযায়ী ভাগ করে নিতে হবে।
পৃথক অর্জন : দুজনই কর্মজীবী হলে বা যেকোনো একজন বাইরে কাজ করলে নিজেদের অর্জনগুলো নিজেদের মধ্যেই শেয়ার করা ভালো। একে অন্যের অর্জনের প্রশংসা সম্পর্কের জন্য মঙ্গলজনক।
দুজন একসঙ্গে সন্তানকে সময় দেওয়া : এটা আরেকটি ভালো অভ্যাস। সন্তানদের সময় দেওয়া জরুরি, এর চেয়েও বেশি উপকারী দুজন একসঙ্গে সন্তানকে সময় দেওয়া। এর মাধ্যমে পারিবারিক ও আত্মিক বন্ধন সুদৃঢ় হয়।
উপহার বিনিময় : উপলক্ষ যা-ই হোক না কেন নিজেদের মধ্যে উপহার বিনিময়ের একটা ট্রেন্ড চালু রাখা যেতে পারে।
এবিএন/সাদিক/জসিম/এসএ