![রানা প্লাজার মালিকের মায়ের ৬ বছরের কারাদণ্ড](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/29/court_132691.jpg)
ঢাকা, ২৯ মার্চ, এবিনিউজ : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মিথ্যা তথ্য দিয়ে দুদকের দায়ের করা মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানার মা মর্জিনা বেগমকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রায় ঘোষণার পর মর্জিনা বেগমকে কারাগারে পাঠানো হয়।
আজ বৃহস্পতিবার ঢাকার ৬ নং বিশেষ জজ আদালত কে এম ইমরুল কায়েস আসামির উপস্থিতিতে এ সাজা ঘোষণা করেন।
আদেশে মর্জিনা বেগমকে পৃথক দুটি ধারায় তিন বছর করে ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়। একইসঙ্গে তার ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং তার মালিকানাধীন অবৈধভাবে অর্জিত সাভারের একটি বাড়ির এক তৃতীয়াংশ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি থেকে জানা গেছে, ৬ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৯৯০ টাকা সম্পদের তথ্য গোপনের দায়ে দুদকের উপপরিচালক মাহবুবুল আলম ২০১৫ সালের ১২ এপ্রিল বাদী হয়ে মর্জিনার বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন।
২০১৬ সালের ২৯ আগস্ট তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। আদালত গত বছরের ২৮ আগস্ট মর্জিনার বিরুদ্ধে বিচার শুরু করেন। দুদকের পক্ষ থেকে আটজন সাক্ষী আদালতে হাজির করা হয়।
এবিএন/জনি/জসিম/জেডি