অহংকারের পতন এভাবেই হয়।
বাংলাদেশের সাথে খেললে নাকি এদের ইজ্জত থাকে না, ফাইন্যান্সিয়াল বেনিফিট হয় না। এবার নিজেদের মান ইজ্জত নিজেরাই খেয়ে দিল। কাইন্দা লাভ নাই মনু, পাপ করছ শাস্তিতো পাবাই। আগে দেখতাম বাংলাদেশের কেউ আউট হলেই বল পকেটে ঢুকিয়ে অথবা অন্য কোথাও লুকিয়ে মজা লইত হেতেরা। আজকে আমিও তাই একটু মজা নিচ্ছি। একজায়গায় দেখলাম স্মিথের ২৪ ডলারের বই ২ ডলারে বিক্রি হচ্ছে। খুব ফাইন্যান্সিয়াল বেনিফিট হচ্ছে।
এম. এ. লতিফ’র স্ট্যাটাস থেকে