![পৃথিবীর ক্ষুদ্রতম ‘কম্পিউটার’ আবিষ্কার করেছে আইবিএম!](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/29/smallest-computer_132727.jpg)
ঢাকা, ২৯ মার্চ, এবিনিউজ : দিন যত যাচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন প্রযুক্তি। আর তারই জের ধরে এবার আধুনিক এক যন্ত্র (ছোট কম্পিউটার) তৈরি করল আইবিএম। যা তৈরি করতে খরচ পড়েছে মাত্র ১০ সেন্ট। সংস্থা আয়োজিত গবেষণামূলক ওয়ার্কশপ ‘৫ ইন ৫’–এ এটি তৈরি করেছেন বিজ্ঞানীরা।
এ ব্যাপারে তারা এই যন্ত্রের সঙ্গে দেওয়া গবেষণাপত্রে লিখেছেন, এই যন্ত্রটি আর পাঁচটি কম্পিউটারের মতোই কাজ করতে পারবে। বলা হয়েছে, ১/১ মিমির এই ছোট্ট যন্ত্র যেকোনো তথ্য পর্যবেক্ষণ, বিশ্লেষণ করতে পারবে, এমনকি তথ্যের ভিত্তিতে নানা নির্দেশও পালন করতে পারবে। অতিদ্রুত এই প্রযুক্তি প্রতিদিন ব্যবহার করা যায় এমন যন্ত্রতেও লাগিয়ে দেওয়া যাবে বলে মনে করছেন তারা।
উল্লেখ্য, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গেই প্রায় সমস্ত কম্পিউটিং সংস্থাই ন্যানো টেকনোলজির দিকে মন দিয়েছে। অর্থাৎ, কত সহজে ছোট আকারের যন্ত্রতে উচ্চক্ষমতা সম্পন্ন প্রযুক্তি ব্যবহার করা যায়, তারই গবেষণা চলছে নিরন্তর। আর সেই গবেষণার ফল হিসাবেই ওঠে আসছে একের পর এক আশ্চর্য আবিষ্কার।
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি