বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আদালত
  • গুলশান হামলা: অস্ত্র সরবরাহকারীর ফের রিমান্ড

গুলশান হামলা: অস্ত্র সরবরাহকারীর ফের রিমান্ড

গুলশান হামলা: অস্ত্র সরবরাহকারীর ফের রিমান্ড

ঢাকা, ৩০ মার্চ, এবিনিউজ : রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় নব্য জেএমবির শীর্ষ জঙ্গি নেতা এবং অস্ত্র সরবরাহকারী হাদিসুর রহমান সাগরের ফের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আটদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় রিমান্ডের আবেদন করেন। তবে সাগরের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে গত ২২ মার্চ সাগরের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. রকিব এসব তথ্য জানান।

প্রসঙ্গত, গত ২১ মার্চ রাতে সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের পরপরই তাদের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) কাছে হস্তান্তর করা হয়।

এদিকে সিটিটিসি সূত্রে জানা যায়, হাদিসুর রহমান সাগর গুলশান হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন পলাতক আসামি। সে ওই হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করেছিল বলে পুলিশ তাদের অনুসন্ধানে জানতে পারে। সাগর পুরনো জেএমবির সদস্য। ২০১৪-১৫ সালে তামিম চৌধুরীর হাত ধরে নব্য জেএমবিতে যোগ দেয় সে। নব্য জেএমবিতে সে বোমা তৈরির কারিগর হিসেবেও পরিচিত ছিল।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত