শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বাংলার বাণী পত্রিকার প্রকাশনা বন্ধ হওয়ার পর থেকে আওয়ামী লীগের...

বাংলার বাণী পত্রিকার প্রকাশনা বন্ধ হওয়ার পর থেকে আওয়ামী লীগের...

বাংলার বাণী পত্রিকার প্রকাশনা বন্ধ হওয়ার পর থেকে আওয়ামী লীগের কোনো মুখপত্র নেই। এ দিক বিচারে ঢাকার বাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের যেন এক ধরনের মিল আছে।

সিপিবি'র সাপ্তাহিক একতা ছাড়া বেশ কয়েকটা দলের মুখপত্রের প্রকাশনা অনিয়মিত। মন্ত্রী হয়েও দুই বাম রাজনীতিবিদ দলীয় মুখপত্রের প্রকাশনা, সারাদেশের পাঠকের কাছে সেগুলো পৌঁছানোর বিষয়ে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেননি।

বিএনপি, জামায়াতের মুখপত্র হিসেবে দৈনিক পত্রিকা আছে। ইসলামপন্থী সংগঠনগুলোর দৈনিক, সাপ্তাহিক মুখপত্রের প্রকাশনা নিয়মিত। এমনকি উগ্রপন্থি সংগঠনও 'ব' আদ্যক্ষর নামে দৈনিক পত্রিকা প্রকাশ করছে।

ধর্মপন্থী সংগঠনগুলো 'ইসলামের প্রসার, এর হেফাজতে ভূমিকা রাখার' প্রত্যয়ে নানা নামে মুখপত্র প্রকাশ করে আসছে। সংবিধানে তথাকথিত রাষ্ট্রধর্ম থাকায় সংখ্যালঘু তকমা নিয়ে যাঁরা এদেশের নাগরিক, তাঁদের হাতেগোণা কয়েকটা সংগঠন থাকলেও সেগুলোর কোনো মুখপত্র নেই।

আওয়ামী লীগ, বিএনপির মতো রাজনৈতিক দলগুলোর মুখপত্র থাকাটা স্বাভাবিক। বিভিন্ন দেশের মূলধারার রাজনৈতিক দলের তা আছে।

রমরমা পুঁজিবাদের এ যুগে বামদলগুলোর পক্ষে মুখপত্রের প্রকাশনা, তা নিয়মিত করা খুব কঠিন। ক্ষমতাসীন আওয়ামী লীগের আশপাশেও এসব প্রতিবন্ধকতা ভিড়তে পারার কথা নয়। তবু দলটির মুখপত্র হিসেবে দৈনিক পত্রিকা, টিভি চ্যানেল নেই কেন?

হাসান শান্তনু’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত