বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

প্রাইভেসি নীতিমালা পরিবর্তন করছে ফেসবুক

প্রাইভেসি নীতিমালা পরিবর্তন করছে ফেসবুক

ঢাকা, ৩০ মার্চ, এবিনিউজ : নতুন করে সাজানো হচ্ছে সেটিংস মেনু, ডেটা ব্যবস্থাপনাকে করা হচ্ছে আরো ইউজার ফ্রেন্ডলি। প্রাইভেসি বিষয়ে ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ বাড়াতে এমন পদক্ষেপ নিচ্ছে ফেসবুক।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফেসবুকের প্রায় পাঁচ কোটি ব্যবহারকারীর ডেটা অপব্যবহার করেছিল ক্যামব্রিজ অ্যানালিটিকা। এমন অভিযোগের পর ফেসবুক ব্যবহারকারীদের ডেটা প্রাইভেসি নিয়ে জন্ম হয় নতুন উদ্বেগের। এরই মধ্যে গত বুধবার নতুন এই পদক্ষেপ নেওয়ার কথা জানাল বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি।

ক্যামব্রিজ অ্যানালিটিকা ফেসবুক ব্যবহারকারীদের ডেটা অপব্যবহার করেছেণ্ডএমন অভিযোগের কথা ১৬ মার্চ স্বীকার করে ফেসবুক। এরপর থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য প্রায় ১৬ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটির বাজারমূল্য কমেছে প্রায় শত কোটি ডলার।

প্রতিষ্ঠানটি জানায়, সামনে তারা সামাজিক মাধ্যমটির ওয়েবসাইটের শর্তাবলী ও ডেটা নীতিমালা আপডেট করতে প্রস্তাব করবে। এই আপডেটের ফলে ফেসবুক কীভাবে ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করে ও তা কীভাবে ব্যবহার করে তা আরো ভালোভাবে ব্যাখ্যা করা যাবে।

এক বিবৃতিতে ফেসবুকের ডেপুটি জেনারেল কাউন্সেল অ্যাশলি বেরিঞ্জার ও প্রধান প্রাইভেসি কর্মকর্তা এরিন এগান বলেন, আমরা খুব ভালোভাবে শুনেছি আর স্পষ্ট প্রাইভেসি সেটিংস আর অন্যান্য গুরুত্বপূর্ণ টুল খুঁজে পাওয়া অনেক কঠিন। আর এ নিয়ে মানুষকে জানাতে আমাদের আরো কিছু করা উচিত।

মোবাইল ডিভাইসগুলোতে সেটিংস মেনু নতুন করে সাজানোর সঙ্গে নতুন একটি প্রাইভেসি শর্টকাট মেনুও আনা হবে বলে জানিয়েছে ফেসবুক। এই শর্টকাট মেনু দিয়ে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টগুলো আরো সুরক্ষিত করতে পারবে ও ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণ করতে পারবে। সেইসঙ্গে ব্যবহারকারীদের শেয়ার করা ডেটা যাচাই ও মুছে ফেলার সুযোগও দেওয়া হবে। এই ডেটার মধ্যে থাকছে তাদের দেওয়া পোস্ট আর সার্চ করা শব্দগুলোর তথ্যও। ফেসবুকের সঙ্গে শেয়ার করা ডেটা ডাউনলোড করতে পারবেন ব্যহারকারীরা। এক্ষেত্রে তাদের আপলোড করা ছবি, অ্যাকাউন্টে যোগ করা কনটাক্ট আর টাইমলাইনে করা পোস্টও অন্তর্ভুক্ত।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত