![স্কুলের শিক্ষার্থীদের জন্য আইপ্যাড ও সফটওয়্যার আনছে অ্যাপেল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/30/student-ipad-apple_132919.jpg)
ঢাকা, ৩০ মার্চ, এবিনিউজ : ৯.৭ ইঞ্চির নতুন আইপ্যাড আনছে অ্যাপেল৷ স্কুল পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই নতুন আই প্যাড লঞ্চ করা হচ্ছে বলে জানা গেছে৷ তবে শুধু আই প্যাড নয়৷ সেখানে থাকছে কিছু ক্লাসরুম সফটওয়্যারও৷ আমেরিকায় এর দাম পড়বে ৩২৯ ডলার৷
এই আই প্যাডে সাপোর্ট করবে অ্যাপেল পেনসিল৷ এপ্রিব থেকে ভারতের বাজারে পাওয়া যাবে এই আই প্যাড৷ এখানে এর দাম ২৮ হাজার টাকা থেকে শুরু৷ ২৮ হাজার টাকার মডেলে সাপোর্ট করবে ৩২ জিবি৷ এছাড়া থাকবে ওয়াই ফাইয়ের সুবিধা৷ আর একটি মডেল পাওয়া যাবে ৩৮ হাজার ৬০০ টাকায়৷ এখানও সাপোর্ট করবে ৩২ জিবি৷ থাকবে ওয়াই ফাই প্লাস সেলুলার মডেল৷ দুই ক্ষেত্রেই অ্যাপেল পেনসিল কিনতে হবে আলাদা ভাবে৷ এর দাম পড়বে ৭ হাজার ৬০০ টাকা৷
এই আই প্যাডে থাকছে বড় রেটিনা ডিসপ্লে৷ এটি হাই রেজলিউশন ও টাচ সেন্সরড৷ আঁকার জন্য অ্যাপেল পেনসিলে থাকবে রিমার্কেব্লি ফ্লুইড৷ এর অ্যাডভান্সড সেন্সর চাপ ও টিল্ট, দুটোই সামলাতে সক্ষম৷ পিক্সেল-পারফেক্ট অ্যাকিউরেসিও থাকবে এই আই প্যাডে৷ এর মধ্যে থাকা ক্লাসরুম সফটওয়্যার নোটেবিলিটি, পেজ, নাম্বার, কিনোট ও মাইক্রোসফ্ট অফিস সাপোর্ট করবে৷ এছাড়াও এখানে থাকছে ফ্রন্ট ক্যামেরা ও এইচ ডি ভিডিও রেকর্ডিং৷ আই প্যাডে ২০০জিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজ থাকছে৷ এটি ২০০ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে৷ এছাড়াও কিছু নতুন ক্লাসরুম সফটওয়্যারও আনছে অ্যাপেল৷ এর নাম ‘Everyone Can Create’৷
অ্যাপেলের পক্ষ থেকে জানান হয়েছে ছাত্রছাত্রী, প্রফেশনাল ও ক্রিয়েটিভ প্রফেশনালদের পছন্দ হবে বলে মনে করছে অ্যাপেল৷
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি