![নিহতের পরিবারের সঙ্গে সমঝোতায় উবার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/30/uber-acciden_132922.jpg)
ঢাকা, ৩০ মার্চ, এবিনিউজ : চালকবিহীন গাড়ি দুর্ঘটনায় নিহত পরিবারের সঙ্গে আদালতের বাইরেই মীমাংসা করেছে উবার। এর ফলে সামনে আর আদালতে আইনি লড়াইয়ে যেতে হবে না উবারকে।
এর আগে গত ১৮ মার্চ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার অঙ্গরাজ্যে চালকবিহীন গাড়ির চাপায় ৪৯ বছর বয়সী এলেইন হার্জবার্গ নামের এক নারী নিহত হন।
উবারের আইনজীবী ক্রিস্টিনা পেরেজ হেজানো জানিয়েছেন, উবার কর্তৃপক্ষ নিহতের মেয়ে এবং স্বামীর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে। তবে কোন শর্ত দিয়ে এমন মীমাংসা করা হয়েছে তা জানানো হয়নি। এমনকি হার্জবার্গের স্বামী-মেয়ে কেউই এ ব্যাপারে কোনো কথা বলবেন না বলেও জানান তাদের আইনজীবী।
তবে ইতোমধ্যে অ্যারিজোনা রাজ্য সরকার সেখানে উবারের স্বচালিত গাড়ি পরীক্ষা করার উপর নিষেধাজ্ঞা দিয়েছে।
অন্যদিকে দুর্ঘটনার পরপরই উবার তাদের সবগুলো স্বচালিত গাড়ি উঠিয়ে নিয়েছে।
তবে উবারের ভাষ্য, তারা এমন স্বচালিত গাড়ি নামিয়ে দুর্ঘটনার পরিমাণ কমিয়ে নিয়ে আসতেই কাজ করছে। তাই প্রযুক্তির সর্বশেষ ব্যভহার করতে তারা কাজ করে যাচ্ছে।
স্বচালিত গাড়ির দুর্ঘটনায় পথচারী নিহতের ঘটনা এটিই প্রথম।
দুর্ঘটনার সময় চার লেইনের একটি সড়কে পথচারী পারাপারের রাস্তার বাইরে বাইসাইকেল নিয়ে হেঁটে পার হচ্ছিলেন হার্জবার্গ। পরবর্তীতে এটির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে পুলিশ।
এবিএন/জনি/জসিম/জেডি