বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আরও ৩৯টি ভাষা যুক্ত করলো গুগল ম্যাপ

আরও ৩৯টি ভাষা যুক্ত করলো গুগল ম্যাপ

ঢাকা, ৩১ মার্চ, এবিনিউজ : ব্যবহারকারীদের জন্য গুগল ম্যাপকে আরও সহজ করতে ম্যাপ সার্ভিসে নতুন করে ৩৯টি ভাষা যুক্ত করেছে সার্চ জায়ান্ট গুগল। এ সম্পর্কে এক আনুষ্ঠানিক বিবৃতিতে গুগল জানায়, ম্যাপ সার্ভিসকে আরও বেশি কার্যকর করতে নতুন করে ৩৯টি ভাষা যুক্ত করেছি আমরা। এই ৩৯টি ভাষায় বিশ্বজুড়ে ১২৫ কোটি মানুষ যোগাযোগ করে।

সংযুক্ত করা ভাষাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো– আফ্রিকান্স, আলবেনিয়ান, আর্মেনিয়ান, বসনিয়ান, বার্মিজ, ক্রোয়েশিয়ান, ড্যানিশ, এস্তোনিয়ান, ফিলিপিনো, ফিনিশ, জর্জিয়ান, ইন্দোনেশিয়ান, সুইডিশ ও টার্কিশ।

গুগল ম্যাপের এই আপডেটেড ভার্সন ইতিমধ্যে বাজারে ছাড়া হয়েছে। অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপ ব্যবহারকারীরা এটা ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ১০০ কোটিরও বেশি ব্যবহারকারীকে পৌঁছানো গুগলের বেশ কয়েকটি সেবা রয়েছে। এর মধ্যে গুগল ম্যাপ একটি। বাকিগুলো হলো– ইউটিউব, ক্রোম, জি–মেইল, সার্চ, ও গুগল প্লে। এছাড়া ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শের অপেক্ষায় আছে গুগল ড্রাইভ, গুগল ফটোজ ও গুগল অ্যাসিস্ট্যান্ট।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত