
ঢাকা, ৩১ মার্চ, এবিনিউজ : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন ও উত্তর-দক্ষিণ সিটির নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডের ওপর নির্বাচন স্থগিত করে জারি করা রুলের ওপর শুনানির জন্য আগামীকাল রবিবার দিন নির্ধারণ করেছেন আদালত। ওই দিন মামলার কার্যতালিকার ৫ ও ৬ নম্বর ক্রমিক অনুসারে ওইদিন বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চে রুলের ওপর শুনানি হবে।
এর আগে গত ২৫ মার্চ রিটকারী পক্ষের এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার শুনানি একসপ্তাহ পিছিয়ে দিয়েছিলেন হাইকোর্ট। আদালতে সময় চেয়ে আবেদন করেছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন ও সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে ওই নির্বাচনের জন্য নির্বাচনকমিশনের ঘোষিত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এবিএন/জনি/জসিম/জেডি