শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

...উগ্রগোষ্ঠী জেলার নাম ‘শহিদবাড়িয়া’ রাখার ‘দাবি’ জানাচ্ছে

...উগ্রগোষ্ঠী জেলার নাম ‘শহিদবাড়িয়া’ রাখার ‘দাবি’ জানাচ্ছে

জেলার নাম, বানান বিষয়ক ফেসবুকে আলোচনা। খ্যাতিমান বেশ কয়েকজনের প্রস্তাব ব্রাহ্মণবাড়িয়ার নাম বদলে যেন ‘বি.বাড়িয়া’, ‘রহমান বাড়িয়া’ হয়। আনুষ্ঠানিকভাবে। দুটি নামের পেছনে লুকিয়ে আছে ধর্মান্ধতা।

মুসলমান মৌলবাদীরা ওই শহরের নাম উচ্চারণের বেলায় শুরুতে ‘ব্রাহ্মণ’ বলে মুখ ‘অপবিত্র’ করতে নারাজ। কাজটা একাত্তরে পাক বাহিনীর জানোয়াররাও করেন। তারা বলতেন, ‘রহমান বাড়িয়া’। ’৯৮ সালে ধর্মীয় উগ্রদের ভয়াবহ এক তাণ্ডবে ওই জেলায় মারা যায় কয়েক মৌলবাদী। এরপর থেকে কয়েকটা উগ্রগোষ্ঠী জেলার নাম ‘শহিদবাড়িয়া’ রাখার ‘দাবি’ জানাচ্ছে।

হাসান শান্তনু’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত