![৭ মার্চ কলেজছাত্রীকে যৌন হয়রানি: ২২ এপ্রিল মামলার প্রতিবেদন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/01/court_133210.jpg)
ঢাকা, ০১ এপ্রিল, এবিনিউজ : ৭ মার্চ আওয়ামী লীগের সমাবেশের দিন বাংলামোটরে কলেজছাত্রীকে যৌন হয়রানি করার ঘটনায় রাজধানীর রমনা থানার মামলার প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ২২ এপ্রিল দিন ঠিক করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম ফাহদ-বিন-আমিন চৌধুরী প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ঠিক করেন।
আজ রবিবার মামলাটি তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য দিন ঠিক ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় নতুন তারিখ ঠিক করেন আদালত।
গেলো ৭ মার্চ আওয়ামী লীগের সমাবেশের মিছিলের মধ্যে বাংলামোটর এলাকায় এক কলেজছাত্রীকে হয়রানি করলে, তার বাবা রমনা থানায় এই মামলাটি দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ওই মামলায় অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, তিনি (মেয়ের বাবা) ঘটনার দিন রাত ৯টায় কর্মস্থল থেকে বাসায় ফিরে জানতে পারেন তার মেয়ে কলেজ থেকে ফেরার সময় শান্তিনগর মোড়ে বাস না পেয়ে কাকরাইল মোড়ে হেঁটে যান। সেখানেও সে বাস না পেয়ে অফিসার্স ক্লাবের আগের সিগন্যালে এসে ফার্মগেটগামী একটি বাসে ওঠেন। বাসটি মগবাজার হয়ে বাংলামটরের দিকে যাওয়ার সময় তীব্র যানজটে পড়ে। তখন তার মেয়ে বাস থেকে নেমে হেঁটে বাংলামোটরের দিকে যেতে থাকে। আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে ৮৯ নম্বর নিউ ইস্কাটন বাসার সামনের ফুটপাতে সাদা টি-শার্ট পরা আনুমানিক ২৫-৩০ বছর বয়সী ১৫-২০ জন ছেলে তাকে ঘিরে ধরে যৌন হয়রানি করে। তাকে টানাহেঁচড়া করে পরিহিত ড্রেসের জামার শোল্ডার ও দুটি বোতাম ছিঁড়ে ফেলে। একজন ট্রাফিক পুলিশ তাকে উদ্ধার করে একটি বাসে তুলে দিলে সে বাসায় আসে।
এবিএন/মমিন/জসিম