বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

দুই ডিসপ্লের ফোন বাজারে আনছে জেডটিই

দুই ডিসপ্লের ফোন বাজারে আনছে জেডটিই

ঢাকা, ০১ এপ্রিল, এবিনিউজ : চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই বাজারে আনছে দুই ডিসপ্লের ফোন। ফোনটির মডেল জেডটিই অ্যাক্সন এম ডুয়েল। সম্প্রতি এই ফোনটির তথ্য, ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে। ফোনটি দেখতে অনেকটা বইয়ের পাতার মত। এটাকে ভাঁজ করেও ব্যবহার করা যায়। অনেকটা ফোল্ডিং ফোনের মত। তবে এর দুই ডিসপ্লে দৃশ্যমান।

জেডটিইর নতুন এই ফোনটি দেখতে অনেকটা নকিয়া ওল্ড ৯০০০–সিরিজ কমিউনিকেটর ফোনের মত। এই ফোনটি ফেব্রুয়ারিতে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রদর্শন করা হয়।

ফোনটির উভয় ডিসপ্লের আকার ৫.১ ইঞ্চি। এতে ফুল এইচডি রেজুলেশন পাওয়া যাবে। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৪ জিবি র‌্যামের এই ফোনটিতে ৬৪ জিবি রম রয়েছে। ছবির জন্য ফোনটিতে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এতে ডলবি অটোমস সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত