![কয়েকজন মনোনয়ন প্রত্যাশির কান্ড...](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/ratan_133368.jpg)
কয়েকজন মনোনয়ন প্রত্যাশির কান্ড -----
ঢাকা থেকে আসা কয়েকজন কেন্দ্রীয় নেতা তাঁদের খাবার মেন্যুতে চাঁদপুরের ইলিশ না থাকাতে টিপ্পনী কেটেছেন। তারা সম্ভবত জানেন না মার্চ এবং এপ্রিল নদীতে যেকোন ধরণের মাছ ধরা নিষেধ। মাননীয় প্রধানমন্ত্রীও এমন নির্দেশনা দিয়েছেন। বিগত বছরগুলোর মত এবারও সরকারি সিদ্ধান্তে মা ইলিশ এবং জাটকা ধরা নিষেধ তাই খাবার মেন্যুতে ইলিশ রাখা হয়নি।
দ্বিতীয়ত ঢাকা থেকে যে সকল অতিথি এসেছেন তাঁদের সকলের জন্য পর্যাপ্ত পরিমানে খাবার রাখা হয়েছে সার্কিট হাউজে। কিন্তু অনেকেই সার্কিট হাউজে না খেয়ে পি ডি বি এর রেষ্ট হাউজে খেয়েছেন। সেখানে কে বা কারা খাবার আয়োজন করেছে সেটা জেলা আওয়ামী লীগ জানে না। শোনা যাচ্ছে চাঁদপুরের বিভিন্ন আসনের মনোনয়ন প্রত্যাশি ব্যাক্তি নিজের উদ্যোগে বিভিন্ন যায়গায় খাবারের আয়োজন করেছেন। সে খাবারের মানও তেমন ভাল ছিল না। মনোনয়ন প্রত্যাশিদের এহেন আচরণ জেলা আওয়ামী লীগকেও বিব্রত করেছে। অথচ সার্কিট হাউজে প্রচুর ভাল মানের খাবার উদৃত্ত রয়ে গেছে। যারা জেলা আওয়ামী লীগকে এমন বিব্রত অবস্থায় ফেলেছে তাদের উদ্দেশ্যটা কি ? চাঁদপুরের মানুষ হিসেবে আমরাও বিব্রত।
রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে