![হাইকোর্টে বিএনপির ১৯ নেতাকর্মীর আগাম জামিন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/highcourt_133376.jpg)
ঢাকা, ০২ এপ্রিল, এবিনিউজ : ঝিনাইদহ-৩ আসনের বিএনপি দলীয় প্রাক্তন সংসদ সদস্য আবদুল ওহাব ও বিএনপির কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ডুকে তিন মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল ও পৌর মেয়র মোতাহার হোসেন মানিকসহ আরো ১৭ জনকেও আগাম জামিন দিয়েছেন আদালত।
অাজ সোমবার বিএনপির ১৯ নেতাকর্মীর জামিন মঞ্জুর করে হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চ আদেশ দেন। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ ঝিনাইদহের বিএনপির দুই নেতার জামিন মঞ্জুর করেন।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ নোয়াখালীর ১৭ জনের জামিন দেন। হাইকোর্টে হাজির হয়ে তারা আগাম জামিনের আবেদন করেন। বিএনপি নেতাদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার সাকিব মাহবুব ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।
বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে গত ১২, ১৫ ও ২০ ফেব্রুয়ারি ঝিনাইদহের শৈলকুপা থানায় আবদুল ওহাব ও জয়ন্ত কুমার কুন্ডুর বিরুদ্ধে এসব মামলা করে পুলিশ।
এছাড়া নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে গত ৩০ মার্চ নাশকতার অভিযোগে মামলা করে পুলিশ। এর মধ্যে ১৭ জন গতকাল হাইকোর্টে হাজির হয়ে জামিন নিলেন।
এবিএন/জনি/জসিম/জেডি