![কুমিল্লায় জেএমবি সন্দেহে কলেজছাত্র ৩ দিনের রিমান্ডে](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/arrest_abnews_133428.jpg)
কুমিল্লা, ০২ এপ্রিল, এবিনিউজ : কুমিল্লার বুড়িচং ময়নামতির নাজিরা বাজার এলাকায় একটি আবাসিক ভবনে বিস্ফোরণে আহত জেএমবির সদস্য সন্দেহে গ্রেফতার কলেজছাত্র রিয়াদুল হোসেনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির এসআই সহিদুল ইসলামের ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার দুপুরে কুমিল্লার ৪ নং আমলি আদালতের বিচারক নুরুল আফসার এ রিমান্ড মঞ্জুর করেন।
ডিবি সূত্রে জানা যায়, গত ৮ মার্চ রাতে বুড়িচং উপজেলার ময়নামতির ইউনিয়নের নাজিরা বাজার এলাকায় হাজী আবদুল জলিলের বাসার নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে এতে অগ্নিদগ্ধ হয় ওই গৃহকর্তার নাতি ও কুমিল্লা সিটি কলেজের ছাত্র রিয়াদুল হোসেন। তিনি চাপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার উলুকনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে রিয়াদুলকে গ্রেফতার করে। এ ঘটনায় পর দিন বুড়িচং থানা পুলিশ বাদী হয়ে রিয়াদুল হোসেনকে আসামি করে মামলা করে। পরে মামলাটি তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির এসআই সহিদুল ইসলাম জানান, কলেজছাত্র রিয়াদুলের সঙ্গে জেএমবির সম্পৃক্ততা থাকতে পারে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এবিএন/শাকিল মোল্লা/জসিম/এমসি