![বিশ্বব্যাংক যখন বলে বাংলাদেশ সরকার পদ্মা সেতুতে...](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/03/khokon_133556.jpg)
বিশ্বব্যাংক যখন বলে বাংলাদেশ সরকার পদ্মা সেতুতে দুর্নীতি করেছে তখন কাওরান বাজার কেন্দ্রিক মিডিয়া ব্যবসায়ীরা আজান দিয়ে দেশের বিরুদ্ধে মাঠে নেমে পড়লো। যখন আন্তর্জাতিক আদালতে তা মিথ্যা প্রমাণিত হইলো তখন তারা কি করিতেছিল তাহা জানিনা। শুধু জানি ওই সংবাদ তারা প্রকাশ করে নাই।
এখন যখন জাতিসংঘ , বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করছে , তখন তাহারা বিশ্বব্যাংকের দালালি ছেড়ে দিয়েছে, বলছে ইহা ডাহা মিথ্যা কথা , আসলে বাংলাদেশ রসাতলে যাচ্ছে। বাংলাদেশ রসাতলে যাচ্ছে তা প্রমান করার জন্য নতুন নতুন লেখক আবিষ্কার করছে, তাদের পরিচয় দিচ্ছে তাহারা আন্তর্জাতিক মানের গবেষক, যদিও জাতি তাহাদের চিনেনা।
সত্যি সেলুকাস .......
আশরাফুল আলম খোকন’র স্ট্যাটাস থেকে