বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ডিভাইস জানাবে মানুষের মনের খবর!

ডিভাইস জানাবে মানুষের মনের খবর!

ঢাকা, ০৩ এপ্রিল, এবিনিউজ : মানুষের মনের এই গোপনীয়তার দিন বোধহয় এবার শেষ হতে চলেছে। বিজ্ঞানীরা মন পড়ার মতো এমন একটি বিস্ময়কর ডিভাইস বা যন্ত্র তৈরি করেছেন, যেটি আপনি যা চিন্তা করছেন তা অনুবাদ করতে এবং তৎক্ষণাৎ লিখিত ভাষায় ডিসপ্লেতে প্রদর্শন করতে সক্ষম। ডিভাইসটি তৈরি করেছেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী এবং ডিভাইসটির ব্যাখা প্রকাশ করা হয়েছে নিউরাল ইঞ্জিনিয়ারিং জার্নালে।

বিজ্ঞানীরা দাবি করেছেন, এটির সঠিকতা ৯০ শতাংশ বা তারও বেশি এবং এটি আমাদের মস্তিষ্কের মধ্যে ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ ব্যাখ্যা করে কাজ করে। মনের খবর জানার এই ডিভাইসটিকে অবশ্য ইতিবাচক কাজে ব্যবহারের জন্যই তৈরি করা হয়েছে। গবেষকদের বিশ্বাস, বাকশক্তি হারানো অথবা কথা বলার অবস্থায় নেই– এমন রোগীদের জন্য একসময় এই মেশিনটি সহায়ক হয়ে উঠবে। আমরা মনস্তত্ত্বে একটি বাক্য তৈরি করার সময় যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের সমন্বয় করি, তা এই যন্ত্রটি নিবন্ধন এবং বিশেহ্মষণ করতে সক্ষম। ফলে স্নায়ু সংকেতের ওপর ভিত্তি করে বাক্যগুলো পড়া এবং তৎক্ষণাৎ তা লেখায় রূপান্তর করতে পারে। এমনকি বিজ্ঞানীরা এটাও দাবি করেছেন যে, যন্ত্রটি এমন সব শব্দও বুঝতে পারে যা আগে কখনো শোনেনি। গবেষণা দলের প্রধান ডেভিড মোশে দ্য সানকে বলেন, ‘স্নুায়ু সংকেত থেকে রিয়েল টাইমে বাক্য ব্যাখ্যার কাজের আগে কেউ দেখাতে পারেনি। ডিভাইসটির কার্য ক্ষমতায় আমরা বিশ্বাসী যে, এটি কৃত্রিম কথা বলার প্লাটফর্ম হিসেবে ব্যবহারের যোগ্য।’ এদিকে সমালোচকরা মনে করছেন, ডিভাইসটি সমস্যা সৃষ্টি করবে যদি দুর্ঘটনাক্রমে গোপন চিন্তাগুলো প্রকাশ করে দেয়।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত