শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

...উৎসব উদযাপনে এতো শর্ত আরোপের দরকার হতো কি?

...উৎসব উদযাপনে এতো শর্ত আরোপের দরকার হতো কি?

বাংলা নতুন বর্ষ শুরুর দিন, আগামী ১ বৈশাখ বিকেল পাঁচটার পর বাইরে না থেকে বাসায়, বাড়ি গিয়ে আত্মীয়কে সময় দেয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কী চমৎকার! জনগণের ‘আত্মীয়তার বন্ধন দৃঢ় করতে’ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগিয়ে এসেছে। কিন্তু এর জন্য বাঙালির অসাম্প্রদায়িক উৎসবের দিনটিকে বেছে নেয়া হলো কেন?

এবারের মঙ্গল শোভাযাত্রায় মুখে মুখোশ থাকতে পারবে না। ভুভুজেলাও নিষিদ্ধ। মঙ্গলযাত্রার নিরাপত্তার জন্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। বৈশাখবিরোধী অপশক্তি নিরাপত্তায় হুমকি। যেসব গোষ্ঠী এ উৎসবের হুমকি, সেগুলোকে নিষিদ্ধ করে আইনের আওতায় আনা হলে উৎসব উদযাপনে এতো শর্ত আরোপের দরকার হতো কি?

হাসান শান্তনু’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত