![ধর্ষণের পর হত্যা: চট্টগ্রামে ৩ জনের মৃত্যুদণ্ড](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/04/court_133705.jpg)
চট্টগ্রাম, ০৪ এপ্রিল, এবিনিউজ : চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী এলাকায় এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের পর শ্মশানে লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে আদালত। দণ্ডিতরা হলেন- সুজন কুমার দাশ, সমীর দে এবং যদু ঘোষ।
চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর ভারপ্রাপ্ত বিচারক বেগম রোকসানা পারভীন আজ বুধবার এ রায় দেন।
দণ্ডিতদের মধ্যে গ্রেপ্তার সুজন কুমার দাশকে রায় ঘোষণার সময় আদালতে হাজির করা হয়। মামলার অন্য দুই আসামি পলাতক।
জানা গেছে ধর্ষণের পর খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন।
প্রসঙ্গত, ১৮ বছর বয়সী ওই তরুণীর লাশ শ্মশানে পুড়িয়ে ফেলা হয়েছিল। ২০১১ সালের জুনে পাহাড়তলি থানার দক্ষিণ কাট্টলী এলাকার শ্মশান থেকে ওই তরুণীর পোড়া লাশ উদ্ধার করা হয়।
এবিএন/জনি/জসিম/জেডি