
ঢাকা, ০৪ এপ্রিল, এবিনিউজ : রাজধানীতে বাসের বেপরোয়া ঘেঁষাঘেঁষিতে সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের হাত হারানোর ঘটনায় গ্রেফতার দুই চালকের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতার দু’জন হচ্ছেন- বিআরটিসি বাসের চালক ওয়াহিদ (৩৫) ও স্বজন বাসের চালক খোরশেদ (৫০)।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বেলা দুইটার দিকে ওই দুই বাস চালককে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আফতাব আলী।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, এই দুই গাড়ি চালকের জাতীয় পরিচয়পত্র এখনো পাওয়া যায়নি। তাই সন্দেহ করা হচ্ছে, তারা তাদের প্রকৃত ঠিকানা গোপন করেছেন। ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের জামিন দিলে তারা পালিয়ে যেতে পারেন।
এজন্য ঘটনার রহস্য উদঘাটনে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। আদালত শুনানি শেষে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন সরকারি তিতুমীর কলেজের স্নাতক (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন। এ সময় তার হাতটি সামান্য বাইরে বেরিয়েছিল। কিন্তু, হঠাৎই পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসটিকে ওভারটেক করার চেষ্টা করে।
এ সময় দুই বাসের প্রবল চাপে রাজীবের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে কয়েকজন পথচারী দ্রুত তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে যান। কিন্তু, চিকিৎসকেরা চেষ্টা করেও বিচ্ছিন্ন সে হাতটি রাজীবের শরীরে আর জোড়া লাগাতে পারেননি। এ নিয়ে গত বুধবার গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সেটি যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল হাইকোর্টে একটি রিট করেন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
পরে হাইকোর্ট যাত্রীদের চলাচলে বিদ্যমান আইন কঠোরভাবে কার্যকরের নির্দেশ কেন দেয়া হবে না, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনে আইন সংশোধন ও নতুন করে বিধিমালা প্রণয়নের নির্দেশ কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন।
চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনারসহ আট বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এবিএন/জনি/জসিম/জেডি