শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

দুদক কর্মকর্তা, কর্মচারীদের সম্পদ, কয়েক কর্মকর্তার বিবির...

দুদক কর্মকর্তা, কর্মচারীদের সম্পদ, কয়েক কর্মকর্তার বিবির...

দুদক কর্মকর্তা, কর্মচারীদের সম্পদ, কয়েক কর্মকর্তার বিবির সোনাদানার পরিমাণসহ সম্পত্তির হিসাব জনগণকে জানানো দরকার। আমলাতন্ত্রের চরিত্র, বৈশিষ্ট্য আমরা জানি। সাংবিধানিক, সরকারি, আধা সরকারি কোনো প্রতিষ্ঠানই এ দেশে বিভিন্ন সরকারের আমলে দুর্নীতির অভিযোগের বাইরে থাকতে পারেনি।

দুদকের 'প্রধান আইনজীবী' বলে কোনো পদ নেই। এ পদে কেউ পরিচয় দেয়া অপরাধ। সংস্থাটির মামলা পরিচালনায় যারা আছেন, তারা মাসিক বেতন পান না। কেউ নিয়োগপ্রাপ্ত নন, ফি নির্ভর।

অথচ প্রচারমাধ্যম ঘেঁটে দেখা যায়, কতো উকিল দুদকের 'প্রধান আইনজীবি' বলে পরিচয় দিয়েছেন। দুদক এসব উকিলকে এ বিষয়ে কখনো কিছু জিজ্ঞেস করেছে, এ তথ্য আমাদের কারো জানা নেই।

দুদকে সৎ কর্মকর্তা আছেন। এটাও সত্য, সংস্থাটি ফেরেশতা দিয়ে পরিচালিত হয় না, কখনো হয়নি। দুর্নীতি দমনে দুদকের দরকার আছে। সংস্থাটির কর্মকর্তা, কর্মচারীরা যে দুর্নীতিমুক্ত, জনগণের এ আস্থাও দরকার। তাদের আস্থা তৈরিতে কর্মকর্তাদের সম্পত্তি, সম্পদ ও সেগুলোর উৎস প্রকাশ জরুরি নয় কি?

হাসান শান্তনু’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত