শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রোহিঙ্গাদের 'ভাগ্য' কী উদ্ভট!...

রোহিঙ্গাদের 'ভাগ্য' কী উদ্ভট!...

রোহিঙ্গাদের 'ভাগ্য' কী উদ্ভট! কোনো জাতি, গোষ্ঠীর 'ভাগ্য' এমনও হয়! জন্ম থেকে তারা জ্বলছেন। প্রাণ নিয়ে টিকে থাকতে স্বদেশ ছেড়ে অন্য দেশে অাশ্রিত। দেশে ফিরে গিয়ে নিজের ভিটেমাটি, হালের জমি কখন ফেরত পাবেন, এ প্রশ্নের উত্তর তারা আপাতত ওপরওয়ালা ছাড়া অন্য কারো কাছে পাবেন না।

জীবন যে কোনো শিবিরে যখন বন্দী হয়, তখন আর এর স্বাভাবিকতা থাকে না। গরিব, হাড় জিরজিরে শরীরের রোহিঙ্গাদের জীবনের স্বাভাবিকতা নিয়ে ভাববেনই বা কে! তারা শিবিরে ভালো নেই।

পাহাড় কেটে বস্তিঘর বানানো, প্রতিদিন গাছ কাটায় প্রকৃতিও এখন তাদের বিরুদ্ধে। আগামী বর্ষায় ভূমি, পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। এতে লাখো রোহিঙ্গার জীবন ঝুঁকিপূর্ণ।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বর্ষার আগেই ঝুঁকিতে থাকা রোহিঙ্গাদের অন্য কোথাও সরিয়ে নেয়া হবে। কোথায় সরানো হবে, এ বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দেয়া বিভিন্ন সময়ের বক্তব্যের সঙ্গে বাস্তবতার অমিল আছে।

হাসান শান্তনু’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত