বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

শব্দের থেকেও দ্রুত গতিতে ছুটবে ‘সোনিক বুম’ বিমান

শব্দের থেকেও দ্রুত গতিতে ছুটবে ‘সোনিক বুম’ বিমান

ঢাকা, ০৭ এপ্রিল, এবিনিউজ : কোন আওয়াজ হবে না, অথচ শব্দের থেকেও দ্রুত গতিতে প্রায় বিদ্যুৎ গতিতে ছুটে যাবে একটি বিমান। আর এই বিমান তৈরি করছে নাসা। এবার সেই বিমান তৈরির জন্য নাসার সঙ্গে চুক্তি হল লকহিড মার্টিনের। ‘সোনিক বুম’ নামে ওই বিশেষ আওয়াজ ছাড়াই চলবে এই সুপার বিমান। বিমানটি তৈরি ও পরীক্ষা করার জন্য বরাদ্দ করা হয়েছে ২৪৭.৫ মিলিয়ন ডলার।

জানা গেছে, ২০২১ সালে প্রথম এই বিমান ওড়াবে নাসা। এর গতি হবে ১ হাজার ৫১৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। ২০২২ সালের আমেরিকার বিভিন্ন প্রান্তে এই বিমান ওড়াতে চায় এই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। কম শব্দের সুপারসনিক বিমান ওড়ানোই নাসার মূল উদ্দেশ্য। আর এই বিমানের হাত ধরেই একসময় যাত্রীবাহী বিমানও ছুটবে শব্দের থেকে বেশি গতিবেগে। কমার্শিয়াল লাইনেও যাবে এই এয়ারলাইনসের বিমান। গত মাসেই এই প্রজেক্টের আর্থিক বরাদ্দ নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত