![এবার হোয়াটস অ্যাপ থেকে ফাঁস হচ্ছে তথ্য!](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/07/whatsapp-plus_134080.jpg)
ঢাকা, ০৭ এপ্রিল, এবিনিউজ : সর্বক্ষণের সঙ্গী হোয়াটস অ্যাপের মাধ্যমে নিয়মিত চলছে তথ্য আদানপ্রদান৷ মানুষ যখন হোয়াটস অ্যাপ ছাড়া অকেজো৷ ঠিক তখনই জানা গেল হোয়াটস অ্যাপ থেকেই ফাঁস হচ্ছে আপনার তথ্য?
তবে এই হোয়াটস অ্যাপের নাম হোয়াটস অ্যাপ প্লাস৷ গুগল প্লে স্টোরে এই অ্যাপটি পাওয়া যায়৷ যদি আপনি ভুল করে এই অ্যাপ ইনস্টল করে ব্যবহার করতে শুরু করেন, তাহলেই মুশকিল৷ আপনার ফোনের যাবতীয় তথ্য পাচার হয়ে যাবে৷
কী এই হোয়াটস অ্যাপ প্লাস?
এটি হোয়াটস অ্যাপের ভুয়ো ভার্শন৷ হোয়াটস অ্যাপের লোগো হত সবুজ৷ কিন্তু এর লোগো সোনালি৷ আপনি যখন শর্তাবলী অ্যাকসেপ্ট করবেন তখনই এটি আপনাকে ডাউনলোডের অপশন দেবে৷ এও বলা হবে আপনার ইনস্টল করা ভার্শনটি আউট-অফ-ডেট হয়ে গিয়েছে৷ আপডেট হোয়াটস অ্যাপ প্লাস ডাউনলোড করতে হবে৷ এরপর আসবে একটি এরর মেসেজ৷ সেখানে থাকবে সরাসরি ডাউনলোডের অপশন৷
ম্যালওয়্যারবাইট ল্যাব জানাচ্ছে, হোয়াটস অ্যাপ প্লাস আপনার ব্যক্তিগত তথ্য পর্যন্ত পৌঁছে যেতে পারে৷ এই অ্যাপটি নিজে নিজেই আপডেট হতে থাকে এবং ক্রমাগত ব্যক্তিগত ডেটা নিতে থাকে৷ অদ্ভুতভাবে এই অ্যাপটি একটি মাত্র ডিভাইসে ৪ জন ব্যবহার করতে পারে৷ তবে এই অ্যাপ কীভাবে কাজ করে, তা এখনও অজানা৷
কীভাবে কাজ করে হোয়াটস অ্যাপ প্লাস?
এই অ্যাপটি আপনাকে আরবিক পেজে নিয়ে যাবে৷ সেখান থেকে অ্যাপটি আপডেট হবে৷ তখনই সিকিউরিটি এক্সপার্ট অনেক কিছু তুলে নেয়৷ এই বিশেষ অ্যাপ্লিকেশনে বেশ কিছু ফিচার রয়েছে৷ চেহারা লুকানো, টেক্সট পাঠানো, পড়া টেক্সট গোপন রাখা এবং বর্তমান লেখা গোপন করা, ভয়েস ক্লিপ লুকিয়ে রাখার মতো বিষয়৷ এছাড়াও আপনি সেটিংস মেনু থেকে বন্ধুদের স্টেটাস গোপন রাখতে পারেন৷ এমনকী যেই স্টেটাসগুলো আপনি দেখেছেন, সেগুলিও গোপন রাখতে পারবেন৷ এই ফিচারগুলো হোয়াটস অ্যাপেও দেখা যায়৷ কিন্তু এই ভুয়ো হোয়াটস অ্যাপে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যা হোয়াটস অ্যাপে নেই৷
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি