বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বিতর্কের মুখে ডিলিট করা হল কয়েক হাজার ফেসবুক অ্যাকাউন্ট!

বিতর্কের মুখে ডিলিট করা হল কয়েক হাজার ফেসবুক অ্যাকাউন্ট!

ঢাকা, ০৭ এপ্রিল, এবিনিউজ : কয়েক লক্ষ ফেসবুক ব্যবহারকারীর ডেটা চলে গেছে ক্যামব্রিজ অ্যানালিটিকার হাতে। সেই খবরের সত্যতাও স্বীকার করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ডেটা লিক নিয়ে বিতর্কের মুখে ফেসবুক এবার নিরাপত্তার স্বার্থে বেশ কিছু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে।

আচমকা এমন সিদ্ধান্তে হতবাক ফেসবুক ব্যবহারকারীরা। গ্রাহকদের তথ্য যাতে সুরক্ষিত থাকে তার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ। তারই পদক্ষেপ হিসাবে টিন্ডার অ্যাপ ব্যবহারকারীদের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করল । তথ্য ফাঁসের অভিযোগ সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে ফেসবুক কর্তৃপক্ষ। তার জেরেই এই সিদ্ধান্ত।

টিন্ডার আদতে একটি ডেটিং অ্যাপ। প্রথমে এই অ্যাপে অ্যাকউন্ট খুলতে হয়, তার পর প্রোফাইলের সঙ্গে মিল থাকা এমন কাউকে ফ্রেন্ড হিসাবে যুক্ত করা যায়। টিন্ডার অ্যাপটিতে ঢুকতে গেলে অনেক সময় ফেসবুকে ”লগ ইন” করেও ঢুকতে হয়। পাশাপাশি ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে টিন্ডার অ্যাকাউন্টেরও সংযোগ করে থাকেন, এমনও অনেকে রয়েছেন। যার ফলে ফেসবুকের ফটো ট্রিন্ডার অ্যাপেও শেয়ার করা যায়।

প্রসঙ্গত, ক্যামব্রিজ অ্যানালিটিকা কাণ্ডের পরেই নিজেদের নিরাপত্তা সংক্রান্ত পলিসি পরিবর্তন করেছে ফেসবুক। ফেসবুকের চিফ টেকনোলজি অফিসার মাইক স্ক্রফার নিজের ব্লগে জানান, ফেসবুক এখন থেকেই বাকি সব অ্যাপের তথ্য খতিয়ে দেখবে। পাশাপাশি বিভিন্ন অ্যাপের ছবি, ভিডিও, পোস্ট, ইভেন্ট, গ্রুপগুলিও যাচাই করা হবে বলেও জানান তিনি।

এক মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টে প্রথম এই তথ্য ফাঁসের বিষয়টি প্রকাশ্যে আসে। অন্তত পাঁচ কোটি মানুষের ডেটা লিক হয়ে গিয়েছে বলে অনুমান করা হয়েছিল। কিন্তু ফেসবুকের তরফ থেকে জানানো হল, সেই সংখ্যাটা আসলে ৮ কোটি ৭০ লক্ষ, যা প্রাথমিক অনুমানের থেকেই অনেকটাই বেশি।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত