বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

হুয়াওয়ে নতুন মডেলের প্রসেসরে ৭ ন্যানোমিটার প্রযুক্তি

হুয়াওয়ে নতুন মডেলের প্রসেসরে ৭ ন্যানোমিটার প্রযুক্তি

ঢাকা, ০৮ এপ্রিল, এবিনিউজ : নিজস্ব নতুন মডেলের প্রসেসর তৈরি শুরু করতে যাচ্ছে নির্মাতা হুয়াওয়ে। ‘হাইসিলিকন কিরিন ৯৮০’ মডেলের প্রসেসরটি ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি করা হবে। এর ফলে ব্যাটারির ওপর চাপ কমবে, আরও কম উত্তাপে প্রসেসরটি দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবে।

কিরিন ৯৮০ ছাড়াও, অ্যাপল এ১৩ ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর দুটিও তৈরির জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে টিএসএমসি। প্রসেসরটিতে হুয়াওয়ের নিজস্ব ডিজাইনের জিপিউ থাকতে পারে। অ্যাপল ও কোয়ালকমের পর তারাই প্রথম নিজস্ব ডিজাইনের জিপিউ ব্যবহার শুরু করবে। তবে সিপিউ কোরের ডিজাইন এখনো এআরএম এর থেকেই নিবে হুয়াওয়ে। এতে কর্টেক্স এ৭৫ প্রযুক্তির কোর থাকার সম্ভাবনাও রয়েছে।

কোয়ালকম, হুয়াওয়ে ও অ্যাপল প্রসেসর ডিজাইনের কাজ করলেও তা উৎপাদনের কাজটি করে থাকে স্যামসাং ও টিএসএমসি। দুটি কোম্পানিই ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে প্রসেসর নির্মাণ করার জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে। স্যামসাং শীঘ্রই ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে প্রসেসর বানাবে না, ফলে কিরিন ৯৮০ তৈরি করবে শুধু টিএসএমসি।

-গিজচায়না

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত