বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সার্টিফিকেট নয় মানুষ তৈরী করতে চাই...

সার্টিফিকেট নয় মানুষ তৈরী করতে চাই...

সার্টিফিকেট নয় মানুষ তৈরী করতে চাই।

কেমন হওয়া উচিত মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ? ২০০৪ প্রণিত শিক্ষনীতিটি যুগউপযোগী। এটির বাস্তবায়ন জরুরী। আমরা চাই বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের চেতনার , অসাম্প্রদায়িক উদার গনতান্ত্রিক দেশ। এ ব্যপারে Pijush Kanti Barua এর মন্তব্যটি প্রানিধানযোগ্য। তিনি বলেছেন -“ মুক্তিযুদ্ধের মহান অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে কেবলমাত্র একক মত ও বিশ্বাসের ছাত্রছাত্রী নির্দিষ্ট রেখে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা আমাদের স্বাধীন অভ্যুদয়ের মৌল চেতনাকে পরিহাস করে। শিক্ষা সার্বজনীন। শিক্ষা কোন নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য সীমাবদ্ধ নয়। যে শিক্ষাপ্রতিষ্ঠান কেবল হিন্দু,কেবল বৌদ্ধ,কেবল খ্রিস্টান ছাত্রছাত্রী নিয়ে শিক্ষা কার্যক্রম চালায় সেটা আদৌ শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে না। শিক্ষা সর্বদা উদার ও অন্তর্ভূক্তিমূলক। কাজেই, কেবল একক মত ও বিশ্বাসকে নির্দিষ্ট ধরে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করে উচ্চ জিপিএ পেলেও তারা বাস্তবে কতটুকু মানুষ হয়ে গড়ে উঠতে পারছে তা ভাববার বিষয়” । এর সাথে জুড়ে দিতে চাই দেশের জনসংখ্যা বাড়ছে কিন্তু মানুষ বাড়ছে কি ?

রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত