![এবার স্কাইপিতে আসছে ভিডিও কল রেকর্ড সুবিধা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/09/skype_134428.jpg)
ঢাকা, ০৯ এপ্রিল, এবিনিউজ : এবার ভিডিও কলিং প্লাটফর্ম স্কাইপিতে কল রেকর্ডিং ফিচার আনতে কাজ করছে মাইক্রোসফট। আইএএনএস–এর প্রতিবেদনে জানানো হয়েছে, এই ফিচার ওয়ারকাস্ট আর ভিমিক্স–এর মতো থার্ড–পার্টি অ্যাপগুলোর সঙ্গেও কাজ করবে।
গত শুক্রবার স্কাইপ এক ব্লগ পোস্টে জানিয়েছে, ব্যবহারকারীরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো আর অ্যাডোবি অডিশন–এর মতো অ্যাপগুলো ব্যবহার করে কোনো রেকর্ডিং রেকর্ড, ইমপোর্ট বা এডিট করতে তাদের ডেস্কটপ ক্লায়েন্ট মোড থেকে ‘কনটেন্ট ক্রিয়েটর’ মোডে গেলে কল রেকর্ড করতে পারবেন। এক্ষেত্রে নিজেদের পছন্দমতো থার্ড–পার্টি সফটওয়্যার বাছাই করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। আর স্কাইপ এই সমন্বয়ে সমর্থন দেবে। নতুন কল রেকর্ড ফিচারের সঙ্গে স্কাইপ ব্যবহারকারীদেরকে ইউটিউব বা টুইচ–এর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে ভিডিও কলটি সরাসরি সম্প্রচারের সুযোগ দেবে। সামনের সপ্তাহে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এনএবি অনুষ্ঠানে নতুন এই ফিচার চালু করবে স্কাইপ।
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি