বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

রেডিয়েশন থেকে স্পার্ম সুরক্ষিত রাখতে অন্তর্বাস!

রেডিয়েশন থেকে স্পার্ম সুরক্ষিত রাখতে অন্তর্বাস!

ঢাকা, ০৯ এপ্রিল, এবিনিউজ : কম বেশি সবাই মনে করেন মোবাইল ফোন পকেটে রাখলে তার রেডিয়েশন থেকে পুরুষের স্পার্মের প্রজনন ক্ষমতা কমে। সেই সমস্যার হাত থেকে পুরুষদের বাঁচাতে এগিয়ে এল এক মার্কিন সংস্থা।

তারা এমন এক অন্তর্বাস আবিষ্কার করেছে, যা পুরুষদের স্পার্মকে রেডিয়েশন থেকে সুরক্ষিত রাখবে। বিশেষত মোবাইল ফোনের নেটওয়ার্ক বা ওয়াই ফাইয়ের রেডিয়েশন পুরুষদেহের কোনও ক্ষতি করতে পারবে না।

বেলি আর্মর, ম্যানহাটনের এক সংস্থা তৈরি করেছে এই নয়া অন্তর্বাস। বৃহস্পতিবার প্রোডাক্ট লঞ্চের সময় এই দাবি করা হয়েছে সংস্থার তরফে। সংস্থার দাবি, ল্যাপটপ বা মোবাইলের রেডিয়েশন থেকে পুরুষাঙ্গকে বাঁচাতে এক বিশেষ ধরনের ফাইবার দিয়ে তৈরি হয়েছে এই অন্তর্বাস। দাম ধার্য হয়েছে ৫০ ডলার।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত