রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • আদালত
  • সুপ্রিমকোর্ট থেকে বিএনপির ১০ নেতার আগাম জামিন

সুপ্রিমকোর্ট থেকে বিএনপির ১০ নেতার আগাম জামিন

সুপ্রিমকোর্ট থেকে বিএনপির ১০ নেতার আগাম জামিন

ঢাকা, ০৯ এপ্রিল, এবিনিউজ : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ ১০ নেতা সুপ্রিমকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। আজ সোমবার সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের ১১ ও ১৯ নম্বর পৃথক বেঞ্চে এই জামিন মঞ্জুর করা হয়।

আগাম জামিনপ্রাপ্ত অন্য নেতারা হলেন- খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, নগর যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম তুহিন, বর্তমান সভাপতি মাহবুব হাসান পিয়ারু, সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হুদা সাগর, নগর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক হেলাল আহমেদ সুমন, ২১ ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক শেখ কামাল উদ্দিন, আবু তালেব ও যুবদল নেতা মো. জুয়েল।

খুলনা মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল জানিয়েছেন, হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত যৌথ বেঞ্চে নজরুল ইসলাম মঞ্জুর আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন। একই মামলায় হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত যৌথ বেঞ্চ নয়জনের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন।

উভয় আদালতে মামলা পরিচালনা করেন সুপ্রিমর্কোর্টের আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট মো. আনিছুর রহমান খান ও জি এম বাবুল আক্তার সুমন।

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়ের দিন খুলনা নগরীর কেডি ঘোষ রোডে বিক্ষোভ কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে মঞ্জুসহ ২৮ নেতা-কর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন এসআই সুজিত মিস্ত্রি। এ মামলায় ১১ জনকে পুলিশ গ্রেপ্তার করে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত