
কোটা নিয়ে সরকারের ঠাট্টা-মশকারির কি আছে তা বুঝছি না বাপু। ১৯৭২ সালে যে পরিস্থিতিতে কোটা ব্যবস্থার দরকার ছিলো, যেভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠিকে তুলে আনার চেষ্ঠা ছিলো তা সেই সময় কিংবা পরবতী সময়ের জন্য যুগপোযোগী। কিন্তু স্বাধীনতার ৪৭ বছর পরও কি আজ ৫৬ ভাগ কোটা দিয়ে এই পিছিয়ে থাকা গোষ্ঠিকে এগিয়ে নিতে হবে? কিন্তু আমরা কি জানি ওই জনগোষ্ঠি আজ আমাদের মেইনস্টিম জনগোষ্ঠি পাশ কাটিয়ে অনেক দূর এগিয়ে গেছে আর কোটার কষাঘাতে অন্যরা পিছিয়ে যাচ্ছে। মজার ব্যপার হলো দেশের ৩-৪ শতাংশ চাকুরি প্রত্যাশী ৫৬ ভাগ সুবিধা নেবে আর ৯৭ ভাগ ৪৪ ভাগের জন্য প্রতিযোগিতা করবে তা কি করে হয়? যে জন্য কোটা ব্যবস্থা চালু ছিলো সেটা কি আদৌও মেধাবাদীদের সুবিধা দিয়ে আসছে? না দিচ্ছে না দেবে না। কোটা অব্যশই থাকবে তবে তা ৫৬ ভাগ দিয়ে নয়। কোটার সংস্কার না হলে উন্নয়নের উঠান মজবুত হবে না। তরুণদের বিষিয়ে মেধার পদদলন করে কখনোই মানবিক সমাজ হতে পারে না। কোটা সংস্কার করে মেধাবীদের এগিয়ে আনা জরুরি বটে।।।
নাদিম মাহমুদ’র স্ট্যাটাস থেকে