![ইন্টার্ন চিকিৎসকদের আচরণবিধি যথাযথভাবে প্রয়োগে রুল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/09/highcourt_134486.jpg)
ঢাকা, ০৯ এপ্রিল, এবিনিউজ : ইন্টার্ন চিকিৎসকদের উচ্ছৃঙ্খল আচরণ বন্ধে তাদের জন্য বিদ্যমান পেশাগত আচরণবিধি কেন যথাযথভাবে প্রয়োগ হচ্ছে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ সোমবার এই রুল জারি করেন আদালত। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন।
স্বাস্থ্যসচিব, আইনসচিব, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধ্যক্ষ, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালকসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী রাশেদুল হক রিটটি দায়ের করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ হাসান যুবায়ের। তার সঙ্গে ছিলেন আইনজীবী তানজিম আল ইসলাম ও মাহফুজ বিন উইসুফ।
আদালত থেকে বের হয়ে তানজিম আল ইসলাম গণমাধ্যমকে বলেন, কয়েক বছর ধরে দেশের বিভিন্ন স্থানে, মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের উচ্ছৃঙ্খল আচরণে রোগী ও স্বজনরা ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়টি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়ে আসছে। আমরা আদালতে ওইসব প্রতিবেদন যুক্ত করে রিট দায়ের করি। সেই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।
এবিএন/জনি/জসিম/জেডি