শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

যেভাবে নারীর চোখে হতে পারেন সুন্দর পুরুষ

যেভাবে নারীর চোখে হতে পারেন সুন্দর পুরুষ

ঢাকা, ১০ এপ্রিল, এবিনিউজ : অনেক পুরুষই মনে করেন রূপচর্চা বা সৌন্দর্য চর্চার বিষয়টি শুধু নারীদের জন্য। এ কারণেই নিজেদের সৌন্দর্য সম্পর্কে মোটেই সচেতন নন। বেশিরভাগ সময় পুরুষরা মুখ সাবান দিয়ে পরিষ্কার করা, দাড়ি কাটা আর ঘর থেকে বের হওয়ার আগে কেউ কেউ চুলে ক্রিম বা জেল ব্যবহার করেন।

নাক ও কানের বাড়তি চুল কাটা : অনেক ছেলেদের নাক ও কানের চুল বড় হয়ে বের হয়ে থাকে যা বেশ অস্বস্তিকর। ব্যস্ততার কারণে আপনি এ বিষয়গুলো খেয়াল করতে পারেন না। এটি নারীরা অপছন্দ করেন। কোনো নারী যখন আপনার সঙ্গে কথা বলবেন, তখন তিনি অস্বস্তিবোধ করবেন। তাই নাক ও কানের বাড়তি চুলগুলো কেটে ফেলা উচিত।

চোখের ভ্রু : ছেলেদের ভ্রুর দিকে বিশেষভাবে গুরুত্ব দেয়া প্রয়োজন। কারণ অনেক পুরুষের চোখের ভ্রু অনেক ঘন এবং ছোট-বড় চুল গজায়। ফলে আপনাকে দেখতে রাগী মনে হতে পারে। এ জন্য চুল কাটার সময় ভ্রু ছোট করে নিতে পারেন।

ফেসওয়াশ ব্যবহার : বাইরের বের হলে ত্বকে প্রচুর ধুলাময় জমে যা ত্বকের ক্ষতি করে। এজন্য সাবান নয় পরিষ্কার করার জন্য দরকার ভালো মানের ফেসওয়াশ ব্যবহার করার পাশাপাশি টুকটাক ত্বকচর্চা করা যেতেই পারে। এতে দেখতেও সতেজ লাগবে।

নিয়মিত ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করা : সুরক্ষার জন্য ত্বকের ধরন অনুযায়ী এসপিএফ যুক্ত সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার ব্যবহার করে সহজেই ত্বক আর্দ্র রাখা যায়।

চোখের নিচে ক্রিম ব্যবহার : আসলে ধুলাবালি ও রোদ বা বয়সের কারণে চোখের নিচে কালি পড়তেই পারে। আর এর থেকে রক্ষা পেতে নিয়মিত চোখের নিচে ক্রিম ব্যবহার করা যেতেই পারে।

নখ ও পায়ের যত্ন : নিজেকে অণ্যের কাছে আকর্ষণীয় করতে আর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে নিয়মিত হাত-পায়ের নখ কাটা জরুরি। এ জন্য হাত ও পায়ের নখ ছোট রাখার অভ্যাস গড়তে হবে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত