বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আদালত
  • কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি আজ

কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি আজ

কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি আজ

ঢাকা, ১০ এপ্রিল, এবিনিউজ : কুমিল্লার চৌদ্দগ্রামে নৈশকোচে পেট্রলবোমা হামলায় ৮ জন নিহতের ঘটনার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি হবে আজ মঙ্গলবার। গত রবিবার কুমিল্লার ৫নং আমলি আদালতের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাইন বিল্লাল এ দিন ধার্য করেন।

ওইদিন খালেদা জিয়াকে আদালতে হাজির না করানোয় তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশও দেন আদালত।

এ মামলায় খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু জানান, মঙ্গলবার বেলা ১১টার পর জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে।

জামিন শুনানিতে স্থানীয় আইনজীবীদের সঙ্গে অংশ নিতে ঢাকা থেকে কুমিল্লা গেছেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লা মিয়া ও অ্যাডভোকেট মো. মহসিন।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের হরতাল-অবরোধ চলাকালে চৌদ্দগ্রামের জগমোহনপুরে যাত্রীবাহী একটি নৈশকোচে পেট্রলবোমা হামলা হলে ৮ যাত্রী নিহত হন।

এ ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে ৫৬ জনের নাম উল্লেখ এবং আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করা হয়।

এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির ৬ শীর্ষস্থানীয় নেতাকেও হুকুমের আসামি করা হয়।

গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছর কারাদণ্ড দেন বিচারিক আদালত। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে তিনি ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত