বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আদালত
  • মানবতাবিরোধী অপরাধী : যশোরের ৫ জনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত

মানবতাবিরোধী অপরাধী : যশোরের ৫ জনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত

মানবতাবিরোধী অপরাধী : যশোরের ৫ জনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত

ঢাকা, ১০ এপ্রিল, এবিনিউজ : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের মনিরামপুর থানার সিদ্দিকুর রহমান গাজী ওরফে সিদ্দিকসহ ৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান।

তিনি বলেন, এ মামলায় মোট ১৩ জন আসামির বিরুদ্ধে ২০১৬ সালের ২৩ আগস্ট তদন্ত শুরু হয়। কিন্তু আসামিদের মধ্যে ৫ জন মারা যাওয়ায় বাকি ৫ জনের বিরুদ্ধে তদন্ত চলে। তদন্ত শেষে ওই ৫ জনের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালীন আটক, শারীরিক নির্যাতন, ধর্ষণ ও হত্যার মোট ৬টি অভিযোগ আনা হয়।

সিদ্দিকুর রহমান গাজী ছাড়াও অন্য ৪ আসামি পলাতক আছেন। গ্রেফতারের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত