![চট্টগ্রামে মার্কিন নাগরিক হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/10/fasi_134604.jpg)
চট্টগ্রাম, ১০ এপ্রিল, এবিনিউজ : চট্টগ্রামে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক হত্যা মামলায় ৫ ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদাউস মার্কিন নাগরিক নুরুল আলম হত্যাকান্ডের আলোচিত এ মামলার রায় দেন।
ফাঁসির দন্ড প্রাপ্তরা হলো- মো. মজিবুর রহমান, জুয়েল বড়ুয়া, বাবুল বড়ুয়া, সঞ্জয় বনিক ও মো. মনির।
চট্টগ্রাম দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তসলিম উদ্দিন রাযের বিষয়টি নিশ্চিত করেছেন। রায়ের সময় আসামী জুয়েল বড়ুয়া আদালতে উপস্থিত থাকলেও অন্যরা জামিন নিয়ে পলাতক ছিল।
তিনি জানান, ২০১১ সালের ৩০ মে রাতে নগরীর অক্সিজেন এলাকায় নিজ বাড়িতে খুন হয় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুরুল আলম।
এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/এমসি