![ক্ষমা চেয়ে নিচ্ছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের কাছে...](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/10/ratan_134643.jpg)
ক্ষমা চেয়ে নিচ্ছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের কাছে।
গত দুদিনে কিছু অর্বাচীন যেভাবে মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে নেতিবাচক কথা বলেছে , তাদের সন্তানদের নিয়ে বিদ্রুপ করেছে , তাদের সন্তানদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তাতে এ দেশের একজন হয়ে আমি লজ্জিত । আপনারা যখন যুদ্ধে গিয়েছেন তখন আপনারা কোন সুযোগ সুবধার জন্য যুদ্ধ যাননি। নবপরিণিতা বধুকে রেখে যুদ্ধে গেছেন , সদ্য ভূমিষ্ট হওয়া সন্তানকে রেখে যুদ্ধে গেছেন , অসুস্থ পিতামাতাকে রেখে যুদ্ধে গেছেন। শুধুমাত্র দেশমাত্রিকাকে স্বাধীন করবার জন্য। দীর্ঘদিন আপনারা ছিলেন অবহেলিত বঞ্চিত । স্বৈরশাসকরা করেছে রাজাকার পুনর্বাসন আর আপনাদের নির্বাসনে দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা আপনাদের সেই হৃত মর্যাদা ফিরিয়ে দেবার চেষ্টা করে যাচ্ছেন। এতেই অনেকের গাত্র দাহ শুরু হয়েছে। অনেকে বুঝে না বুঝে আপনাদের অনাকাঙ্খিতভাবে আঘাত করেছে। এ সমস্ত অর্বাচীনদের ক্ষমা করে দিন। কারণ আপনারা হমৎ। করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আর কিছুদিন পর হওতো একজন মুক্তিযোদ্ধাও বেঁচে থাকবেন না। তখন আপনারা থাকবেন শুধু আমাদের স্মৃতিতে। গর্ব করে বলবো ইনি ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা যিনি আমাদের দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন। হয়তো দু ফোটা উষ্ণ অশ্রু গড়িয়ে পরবে গন্ডদেশ বেয়ে। আপনাদের যেন আজীবন শ্রদ্ধা করে যেতে পারি। প্রার্থনা শুধু এটুকুই।
রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে