বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আদালত
  • ‘মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬১ বছর হওয়া উচিত’

‘মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬১ বছর হওয়া উচিত’

‘মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬১ বছর হওয়া উচিত’

ঢাকা, ১১ এপ্রিল, এবিনিউজ : সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬১ বছর হওয়া উচিত বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬০ বছর করার সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে আজ বুধবার এ পর্যবেক্ষণ দিয়েছেন বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সিদ্দিকুর রহমান খান।

গণকর্মচারীদের অবসরের বয়স প্রথমবার বাড়ানো হয় ২০০৯ সালের ১৩ ডিসেম্বর। এ সময় ১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইন সংশোধন করে মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের অবসরের বয়স ৫৭ বছর থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হয়। সর্বশেষ ২০১১ সালের ৩ ফেরুয়ারি আলোচ্য আইন পুনরায় সংশোধন করে সব ধরনের গণকর্মচারীর অবসরের বয়স ৫৯ বছর করা হয় আর মুক্তিযোদ্ধা গণকর্মচারীর অবসরের বয়স করা হয় ৬০ বছর।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত