![...তার প্রতি আস্থা রাখে ১৬ কোটি বাঙালি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/11/syed-ashik_134784.jpg)
অবশেষে সমাপ্ত হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। সরকারি চাকুরীতে সব ধরনের কোটা বাতিল করা হচ্ছে। এই আন্দোলনে দুটি পক্ষ দুই দিক থেকে বিজয়ী।
১ যাদের ঘাম, শ্রম আর অসীম ত্যাগের কারনে এই দাবী বাস্তবায়িত হচ্ছে সেসকল সাধারণ শিক্ষার্থীবৃন্দের তরে এই বিজয়মাল্য।
২ বাংলাদেশ ছাত্রলীগের সকল সাধারণ নেতা কর্মী যাদের অক্লান্ত পরিশ্রম আর অতন্ত্র পাহারায় এই আন্দোলনকে জামায়াত শিবির ও তাদের গংরা রাষ্ট্র বিরোধী আন্দোলনে নেয়ার স্বপ্ন সফল হয়নি।
জয় ছাত্রলীগ। জয় দেশরত্ন শেখ হাসিনা। কারন শেখ হাসিনা যা বলেন তা করেন। তার প্রতি আস্থা রাখে ১৬ কোটি বাঙালি।
সৈয়দ আশিক’র স্ট্যাটাস থেকে