![বৈশাখী ভাতা পেল এবিনিউজ পরিবারের সদস্যরা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/11/abn_72493_134804.jpg)
ঢাকা, ১১ এপ্রিল, এবিনিউজ : দোরগোড়ায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ (১৪২৫); আর দুদিন পরই বাংলা নববর্ষ। নতুন বছরকে ঘিরে বাঙালির আয়োজন এখন আর গ্রামেই আটকে নেই। শহরের আঙ্গিনায় বর্ষবরণ এখন আরও রঙিন হয়ে উঠছে। নববর্ষকে বরণ করতে বাঙালির আয়োজনের যেন কোনো কমতিই থাকে না।
এ আয়োজনে বিশেষ ভাতা যুক্ত হলে, নিঃসন্দেহে তাতে ষোলকলা পূর্ণ হয়। দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এবিনিউজ টোয়েন্টিফোর ডট কম- এর কর্মীদের মাঝে এখন তেমনই আনন্দের বন্যা বইছে।
বর্ষবরণ উৎসব উপলক্ষে গত বছর সরকার বৈশাখী ভাতা চালু করেছে। এ উৎসবে পিছিয়ে নেই অনলাইন নিউজ পোর্টাল এবিনিউজ টোয়েন্টিফোর ডট কমও। গত বছরের মতো এবারও বৈশাখী ভাতা দেয়া হয়েছে এবিনিউজ পরিবারের সদস্যদের মাঝে, তাও আবার বর্ষবরণের চারদিন আগেই।
এবিনিউজ পরিবারের প্রত্যেক সদস্য তাদের মুল বেতনের শতকরা ৫০ ভাগ হিসাবে এই ভাতা পেয়েছে। এছাড়া এবার এ ভাতা প্রাপ্তিতে যোগ হয়েছে আরও একটি নতুন মাত্রা । সেটি হল এবিনিউজ পরিবারের প্রত্যেক সদস্যদেরকে দেওয়া হয়েছে একটি করে টি-শার্ট; সেই সাথে বাংলা নববর্ষের দিন রয়েছে মধ্যাহ্নভোজের বিশেষ আয়োজন। সব মিলিয়ে এখন এবিনিউজ-এর বার্তা কক্ষে চলছে খুশির আমেজ!
এ বিষয়ে এবিনিউজ’র সাংবাদিকরা জানান, নি:সন্দেহে এটি একটি বাড়তি পাওয়া। দেশের অনেক অফিসেই এখন পর্যন্ত এই ভাতা চালু হয় নাই। এই পরিস্থিতিতে আমরা গত বছর থেকেই মূল বেতনের ৫০ ভাগ ভাতাসহ অন্যান্য সুবিধাদি উপভোগ করছি। এই জন্য আমরা আমাদের কর্তৃপক্ষকে বাংলা নববর্ষের শুভেচ্ছাসহ আন্তরিক অভিনন্দন জানাই।
এবিএন/জনি/জসিম/জেডি