বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আমাদের তরুণরা গত কয়েকদিন যে টানা আন্দোলন করলো...

আমাদের তরুণরা গত কয়েকদিন যে টানা আন্দোলন করলো...

আমাদের তরুণরা গত কয়েকদিন যে টানা আন্দোলন করলো, তা মূলত কোটা সংস্কারের জন্য, কোটা প্রত্যাহারের জন্য নয়। আমি আগেও বলেছি এখনো বলেছি, বাংলাদেশের মতো একটি দেশের জন্য পশ্চাৎপদ জনগোষ্ঠির জন্য কিছু ক্ষেত্রে কোটা বাধ্যতামূলক। আদিবাসীরা এখনো অন্য জগতে বসবাস করে, প্রতিবন্ধীরা এখনো সমাজের বোঝা, নারীরা কর্মক্ষেত্রে এগিয়ে গেলও বাংলাদেশের বিভিন্ন জায়গায় কেবল আর্থিক দিকের হিসেব কষে বাল্যবিবাহ দিয়ে কুসংস্কারের ভিত্তি গড়ে দেয়। এখনো অনেক মুক্তিযোদ্ধা না খেয়ে, না চিকিৎসা নিয়ে মরে। আর তাদের জন্য বিশেষ সুবিধা থাকা আবশ্যিক।

আমি অত্যন্ত হতাশ, কোটা বিরোধী আন্দোলনকারীদের শেষ দিনের বক্তব্য দেখে। সংসদে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন, তা মূলত অভিমানের বহিঃপ্রকাশ। আজ তারা আন্দোলন স্থগিত করতে গিয়ে যে বক্তব্যগুলো তুলে ধরেছে, তা মূলত কোটা ব্যবস্থা বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা দ্রুত গেজেট, গ্রেপ্তারকৃত আন্দোলনকারীদের মুক্তি, বিক্ষোভ-ভাঙচুরের ঘটনায় যেসব মামলা প্রত্যাহার করা। কিন্তু তারা কোনভাবে বলেনি কোটা ব্যবস্থার সংস্কার করা। কোনভাবে প্রস্তাব করেনি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি ১০-১৫-২০ ভাগ কোটার সিদ্ধান্ত নিতে পারেন। এই প্রজন্ম কি শুধু নিজেদেরকে নিয়ে ভাববে? নাকি তাদের উপর ঝুঁলে থাকা দায়িত্বগুলোও কাঁধে নেবে? মানবিক চেতনার অধিকারী না হলে যেকোন সময় ভবিষৎ অন্ধকারের অণুকম্পিত-প্রকম্পিত হবে।

নাদিম মাহমুদ’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত